ঝিনাইগাতীতে সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত আয়নাপুর ব্রীজ উদ্বোধন

Aynapurঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : বহুল প্রতীক্ষিত শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী সোমেশ্বরী নদীর উপর নবনির্মিত আয়নাপুর ব্রীজ উদ্বোধন করা হয়েছে। ১৮ আগষ্ট সোমবার সকালে স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ওই ব্রিজ উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ ধলুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ভাস্কর কান্তি চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান লেবু। এসময় অন্যান্যের মধ্যে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফছিহুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আনার উল্লাহসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অধীনে সোমেশ্বরী নদীর আয়নাপুর অংশে ১৮৫.২ মিটার দৈর্ঘ্যরে ব্রীজটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা। ব্রীজটি নির্মানের ফলে গুরুচরন দুধনই বাজার থেকে ঝিনাইগাতী সদরে সরাসরি যোগাযোগ নিশ্চিত হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend