রাজধানীতে বাসে নালিতাবাড়ীর গামেন্টর্সকর্মী ধর্ষণ : গ্রেফতার হয়নি ধর্ষক চালক
রাজধানীর মহাখালীতে বাসের ভেতর শেরপুরের গার্মেন্টস কর্মীকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার ১১ দিন পরও গ্রেফতার হয়নি ধর্ষক বাসচালক রফিকুল ইসলাম। অন্যদিকে সেই বাসটি আটক করা সম্ভব হলেও এখনও পাওয়া যায়নি ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার রিপোর্ট। এ নিয়ে শংকিত এখন ধর্ষিতা ও তার পরিবার। জানা যায়, ৬ আগষ্ট বুধবার ভোরে রাজধানীর মহাখালী বাসষ্ট্যান্ডে শেরপুরের নালিতাবাড়ী থেকে যাত্রী নিয়ে যাওয়া ‘লিজা-অনিক পরিবহন’ নামে বাসের ভেতর চালক রফিকুল ইসলাম এক সন্তানের জননী ওই গার্মেন্টস কর্মীকে ধর্ষণ করে। ধর্ষিতা গামেন্টর্স কর্মী নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বুরুঙ্গা গ্রামের বাসিন্দা। আর বাসচালক ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঘাটপাড়া গ্রামের বাসিন্দা। ওই ঘটনায় শুক্রবার বিকেলে ধর্ষিতা নিজে বাদী হয়ে রাজধানীর বনানী থানায় ধর্ষক বাস চালক রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়। কিন্তু মামলার দীর্ঘ ১১ দিন পরও গ্রেফতার হয়নি ধর্ষক বাসচালক রফিকুল। এছাড়া ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার ১০ দিন পরও এখনও পাওয়া যায়নি রিপোর্ট। অভিযোগ উঠেছে, সেই বাসটির মালিক প্রভাবশালী হওয়ার সুবাদে চালককে রক্ষার জোর তদবির চলছে।
এ ব্যাপারে রাজধানীর বনানী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আমিরুল ইসলাম সোমবার বিকেলে খবর বাংলা২৪ডটকমকে জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট বাসটি আটক করা হয়েছে। তবে ধর্র্ষিতার ডাক্তারী রিপোর্ট পেতে আরও দু’একদিন সময় লাগবে। অন্যদিকে ঘটনার পর থেকেই একমাত্র আসামী বাসচালক রফিকুল পরিবারের সদস্যসহ এলাকা থেকে পালিয়ে রয়েছে। এরপরও তাকে গ্রেফতারে সব ধরনের চেষ্টা চলছে।