আচরণবিধি লঙ্ঘন : শেরপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর ২০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : আচারণবিধি লঙ্ঘনের দায়ে শেরপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলামের ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ১৮ আগষ্ট সোমবার সন্ধ্যায় পৌর শহরের খোয়ারপাড় মোড় এলাকায় ওই অর্থদন্ড দেওয়া হয়। জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর শহরের খোয়ারপাড় এলাকায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলামের সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। ওই সভায় আচরণবিধি লঙ্ঘন করে আলোকসজ্জা করণের সংবাদ পেয়ে ছুটে যান নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার মামুন আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের টিম। পরে ঘটনাস্থল থেকে নবী হোসেন নামে একজনকে আটক করে সংশ্লিষ্ট প্রার্থীর ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক নবী হোসেনকে সদর থানা হেফাজতে রাখা হয়েছে এবং জরিমানার টাকা আদায় হয়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।