ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফাঁকা জায়গায় সবজি চাষ

মহাসড়কে সবজি চাষঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইল্যান্ডের মাঝখানের ফাঁকা জায়গায় দাউদকান্দির বেকার কৃষকরা বিষমুক্ত সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। মহাসড়কের নির্মাণাধীন চার লেন প্রকল্পের কুমিল্লা অংশে ৯০ কিলোমিটার রাস্তার কাজ আগামী জুনে শেষ হবে। ওই প্রকল্পে সড়কের মাঝখানে ১২ ফুট ফাঁকা জায়গায় সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। বর্তমানে খালি পড়ে থাকা ওই অংশে কৃষকরা ওই সবজির চাষ করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গৌরীপুরের দক্ষিণ পেন্নাই গ্রামের কৃষক সহিদ উল্লাহর মতো অনেকেই ওই জায়গায় সবজি চাষ নিয়ে ব্যস্ত। আইল্যান্ডের ফাঁকা অংশে তাঁরা লালশাক, পুঁই, পালং, ডাঁটা, মুলাশাক, ধনেপাতাসহ বিভিন্ন ধরনের শাক-সবজির চাষ করছেন। আইল্যান্ডের ফাঁকা অংশ নদীর পলি মাটি দিয়ে ভরাট করা হয়েছে। ওই মাটি শাকসবজি চাষে বেশ সহায়ক। শাকসবজি বোনার কয়েক দিনের মধ্যে তরতর করে বেড়ে উঠছে। সে ক্ষেত্রে সার বা কীটনাশকের জায়গায় কৃষকরা বড়জোর গোবর ব্যবহার করছেন। এসব দেখে এখানে চাষ করা শাকসবজি বিক্রির জন্য বাজারেও নিতে হয় না। স্থানীয় জনগণ ও মহাসড়ক দিয়ে যাতায়াতকারীরাই তা সংগ্রহ করে নিয়ে যায়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend