২০ দলের সমাবেশ চলছে

bzpx5vgeজাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ বাতিলের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে সমাবেশটি শুরু হয়। সমাবেশে উপস্থিত আছেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। সমাবেশ ঘিরে শাহবাগ থেকে মৎস্যভবন মোড় হয়ে প্রেসক্লাব পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাষণ সদস্যের উপস্থিতি রয়েছে। এছাড়া রুপসী বাংলা হোটেল, কাকরাইল, বিজয় নগর প্রতিটি মোড়েই নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জল কামান, সাজোয়াযান ও প্রিজন ভ্যান রাখা হয়েছে।

আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, প্রতিবাদ সমাবেশে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় এবং জনগণের জানমালের কোনো ক্ষতি না হয় এ বিষয়টি নিশ্চিত করতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend