দুদকের মামলায় জয়নাল হাজারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর দায়ের করা এক মামলায় আওয়ামী লীগ নেতা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবদীন হাজারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ সংক্রান্ত আদেশের কপি বুধবার দুপুরে ফেনী মডেল থানায় পৌঁছায়। মামলা নম্বর- ০৪/১১।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।