দেওয়ানগঞ্জ পৌরসভার উপনির্বাচন কাল

সংরতি মহিলা আসনে আওয়ামী লীগ সমর্থিত মরিয়ম বেগম (সেলাই মেশিন) এবং বিএনপি সমর্থিত সেলিনা খান (কলস)।
দেওয়ানগঞ্জ পৌরসভার উপনির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের ল্েয মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান ও বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন মেয়র প্রার্থী শেখ নুরুন্নবী অপু, এ কে এম মুসা, বিশিষ্ট সাংবাদিক খাদেমুল ইসলাম, মদন মোহন ঘোষসহ অন্য নেতারা। সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের ল্েয ডিসি, এসপি ও রিটার্নিং অফিসার সবার সহযোগিতা কামনা করেন।