হায়! এবার ৭০ রানে অলআউট বাংলাদেশ!
ভুল থেকে শিক্ষা নেওয়াই ইতিহাসের শিক্ষা। কিন্তু ব্যতিক্রম শুধুই বাংলাদেশের ক্রিকেট দল। প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয়টিতেও পরাজয় দেখল মুশফিকুর রহিমের দল।
তবে এবার দেশকে আরও বড় লজ্জায় ডুবিয়ে। মাত্র ৭০ রানেই অলআউট হল টাইগাররা। এর ফলে ১৭৭ রানের বড় জয়েই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
শুক্রবার ২৪৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানেই নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসলেন বাংলাদেশের উদ্বোধণী ব্যাটসম্যান এনামুল হক বিজয়। ব্যক্তিগত ৭ রানে জ্যাশন হোল্ডারের বলে রামদিনের হাতে কট আউট হন তিনি।
সেই শুরু। এনামুলের পর সাজঘরে ফিরেন ইমরুল কায়েস (১) ও শামসুর রহমান শুভ (৪)। তবে ৩৭ রান করার জন্য তামিম ইকবাল কিছুটা সময় ক্রিজে থাকলেও বাকী ব্যাটসম্যানদের সেই ধৈর্য্য ধরার সময় কোথায়? তাই মুশফিক ৬, মাহমদুউল্লাহ ০, নাসির ৬, সোহাগ গাজী ২, মাশরাফি ২, রাজ্জাক এবং আল আমিন কোন রান না করেই প্যাভিলিয়নের পথ ধরলেন।
এর আগে গ্রানাডায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে স্বাগক ওয়েস্ট ইন্ডিজ। ৫০ ওভার মোকাবেলা করে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২৪৭ রান।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ক্যারিবিয়রা ক্রিস গেইল ও ড্যারেন ব্রাভোর দুটি অর্ধ শতকে সাত উইকটে ২৪৭ রান সংগ্রহ করে।
ওয়েস্ট ইন্ডিজের উইকেট রক্ষক ব্যাটসম্যান দিনেশ রামদিনকে সাজঘরে ফিরিয়েছেন আল আমিন। ৫১ বলে ৩৪ রান করে কট বিহাইন্ড হয়েছেন রামদিন। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৪৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেট হারিয়ে ২১০ রান। ক্রিজে রয়েছেন ল্যান্ডল সিমন্স ও কিরন পোলার্ড।
ম্যাচের দ্বিতীয় হাফসেঞ্চুরিয়ান ড্যারেন ব্রাভোকে সাজঘরে ফিরিয়েছেন সোহাগ গাজী। এলবিডব্লিউ আউট হওয়ার আগে ব্রাভো করেছেন ৮২ বলে ৫৩ রান।
ব্যাক্তিগত ৫৮ রানে জীবন দেন ক্রিস গেইল। সাজঘরে ফেরার আগে গেইল ৩টি চার ও ৫টি ছয় হাঁকান। ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় উইকেট হারায় দলীয় ৯৩ রানে। সোহাগ গাজির বলে আরেক হাফ সেঞ্চুরিয়ান ড্যারেন ব্রাভো ফেরেন ৫৩ রান করে।
এর আগে গ্রানাডায় টসে হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই ওপেনার এডওয়ার্ডসকে হারায়। তবে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেছে স্বাগতিকরা। প্রথম উইকেটের পতনের পর ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইলের সঙ্গে জুটি বাঁধতে আসেন ড্যারেন ব্রাভো।
ম্যাচের শুরুতে বল হাতে জ্বলে ওঠে বাংলাদেশ পেসার আল আমিন। দলীয় ৫ রানেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম উইকেট হারায়। আগের ম্যাচে ৪ উইকেট নেয়া আল-আমিন হোসেন নিজের প্রথম ওভারেই উপড়ে ফেলেন এডওয়ার্ডসের উইকেট। রানের খাতা খোলার আগেই সাজেঘরে ফেরেন তিনি।
এর আগে গ্রানাডার সেন্ট জর্জে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন এসেছে। পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকেছেন স্পিনার আব্দুর রাজ্জাক। আজ বাংলাদেশ দল দুই পেসার নিয়ে খেলছে। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে ওয়েস্ট ইন্ডিজ একাদশ।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
দুই দল এ পর্যন্ত ২৬ ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১৭টিতে আর বাংলাদেশ ৭টিতে। ফলাফল আসেনি ২টি ম্যাচে।
আজকের ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করছেন পাকিস্তানের আলিম দার ও স্বাগতিক দেশের জর্জ ব্র্যাথওয়েট
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, আনামুল হক, ইমরুল কায়েস, শামসুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, নাসির হোসেন, সোহাগ গাজী, মাশরাফি মর্তুজা, আব্দুর রাজ্জাক, আল-আমিন।
ওয়েস্ট ইন্ডিজ দল:
ক্রিস গেইল, ক্রিক এডওয়ার্ডস, ডোয়াইন ব্রাভো, ল্যান্ডাল সিমন্স, ড্যারেন ব্রাভো, কিরেন পোলার্ড, দিনেশ রামদিন, জ্যাসন হোল্ডার, সুনীল নারিন, রবি রামপাল, কেমার রোচ।