শ্রীবরদী সীমান্তে বাড়ছে মাদকের ব্যবহার

downloadতারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা: শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকার গ্রাম গুলোতে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে মাদকের ব্যবহার। হাত বাড়ালেই গ্রাম গুলোতে এখন পাওয়া যাচ্ছে মরণ নেশা মাদক। উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালিজুরী, রাংগাজান, হাতীবর, চক্রপুর, খাড়ামোড়া, খ্রিষ্টান পাড়া, রাণীশিমুল, মালাকোচা, হালুয়াহাটি, বিলভরট, সিংগাবরুনা ইউনিয়নের চুকচুকি, চান্দাপাড়া, বড়ইকুচি, জলঙ্গামাদবপুর, মাটিফাটা, সিংগাবরুনা, সগুনা, হারিয়াকোনা, মারাকপাড়া, জুলগাও, বাবেলাকোনা, শয়তান বাজার সহ সীমান্ত জনপদে বিভিন্ন পাহাড়ী গ্রামে চলছে রমরমা মাদক ব্যবসা। মাদক ব্যবসা অতি লাভ জনক হওয়ায় এ ব্যবসায় জড়িয়ে পড়ছে নারীসহ তরুন যুব সমাজরা। জানা যায়, সীমান্ত জনপদে গ্রাম গুলোতে অর্ধ শতাধিক চিহ্নিত মাদক র্স্পটে গোপনে প্রতিদিন ল ল টাকার মাদক কেনা বেচা হচ্ছে। বিগত দিনগুলোতে এসব গ্রামে পুলিশ, বিজিবি মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক উদ্ধার করলেও বর্তমান কালে মাদক বিরোধী অভিযান অনেকটাই ঝিমিয়ে পড়ায় আবারও সক্রিয় হয়ে উঠছে শক্তিশালী মাদক চোরা চালান সিন্ডিকেট। সূত্রের অভিযোগ রয়েছে সিংগাবরুনা ইউনিয়নের কতিপয় জন প্রতিনিধি ও দলীয় গুটিকয় নেতাদের ছত্র ছায়ায় মাদক ব্যবসা পরিচালিত হয়ে আসছে। বিগত সময়ে মাঝে মধ্যেই কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেও এসব জন প্রতিনিধি ও নেতাদের সুপারিশে পুলিশ ও বিজিবি অতিষ্ঠ হয়ে পড়েন। এ প্রসঙ্গে শ্রীবরদী থানার ও.সি বেলাল উদ্দিন তরফদারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমরা শ্রীবরদীকে মাদকমুক্ত উপজেলা গড়তে চাই ইতি মধ্যেই মাদক ব্যবসায়ীদের তালিকা যাচাই বাছাই করে অভিযান চালানো হবে। অপরদিকে শেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অফিসার ইনচার্জ (পরিদর্শক) তারেক মাহমুদ বলেন জনবল ও যানবাহনের সংকট থাকায় আমরা মূলত অভিযান চালাতে পারি না। তবুও শত কষ্টের মাঝেও আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend