শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের উপনির্বাচনে ভোট গ্রহন চলছে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের উপনির্বাচনে ভোট গ্রহন চলছে। বেশীর ভাগ কেন্দ্রে ভোট গ্রহন শান্তিপূর্ণ হলেও কয়েকটি কেন্দ্রে জাল ভোট প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এর মধ্যে নিশ্চিন্তপুর আলিম মাদরাসা কেন্দ্রে ও বনকুড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের হার অনেক বেশী বলে জানিয়েছেন স্থানীয়রা। এসব কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্টদের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন অনেক ভোটার। সকালে ভোট দিতে গিয়ে অনেকেই ফিরে এসে জানিয়েছেন তাদের ভোট দেয়া হয়ে গিয়েছে।
এই নির্বাচনে ভোটারের অংশগ্রহন সকাল থেকেই ছিল কম। সকাল ১০টায় বনকুড়া কেন্দ্রের একটি বুথে ভোট পড়েছে মাত্র ৫টি। তবে দুপুরের পর থেকে ভোটার সংখ্যা বেড়েছে।
উল্লেখ্য বর্তমান নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোখেলেছুর রহমান রিপন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করায় এই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়।