শেরপুরে মই দৌড়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শেরপুরের জনপ্রিয় ষাড়ের মই দৌড়ের ফাইনাল খেলা ২২ আগষ্ট বিকেলে শেরপুর সদর উপজেলার হেরুয়া বালুরঘাটের সীমান্ত বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় শিমুল চুড়ার দুলা মন্ডলের মই দল চ্যাম্পিয়ন কদমতলীর আনোয়ার মন্ডলের মই দল রানার আপ হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আইরিন ফারজানা। স্থানীয় সমাজ সেবক আব্দুল খালেক ডিলারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক নেতা আমিনুল ইসলাম আঙ্গুর, মোশারফ হোসেন মুসা, শেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী বায়োজীদ হাসান, প্রভাষক সাইফুল ইসলাম, বালুরঘাট মডের স্কুলের অধ্যক্ষ আব্দুল হামিদ, সাবেক মেম্বার মজিবুর রহমান, মাহবুবুর রহমান মজনু, ইন্তাজ আলী, হেলাল উদ্দিন, সাদা সরকার, সীমান্ত ক্লাবের সাদ্দাম, আব্দুল কাদির খান, আজিম ও আয়োজক আব্দুল হামিদ প্রমুখ। সীমান্ত ক্লাব আয়োজিত এ ষাড়ের মই দৌড় টূর্নামেন্ট-এ ৩২টি মই দল অংশ নিয়েছিল।