শাহজালালে ৪৫ লাখ ‍টাকা মূল্যের স্বর্ণসহ আটক ১

gold_adha_145442656শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক ৪৫ লাখ টাকা মূল্যের আধা কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। রোববার বিকেল ৫টার দিকে শাহজালাল বিমানবন্দরের বহুতল গাড়ি পার্কিংয়ের নীচতলা থেকে আধা কেজি ওজনের চারটি সোনার বারসহ আব্দুর রাজ্জাক মোল্লা নামে এক ব্যক্তি আটক করে এপিবিএন’র সদস্যরা। আটক আব্দুর রাজ্জাক ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার আলমনগর গ্রামের মৃত আমির মোল্লার ছেলে।

বিমানবন্দর আর্মড পুলিশ সূত্রে জানা যায়, জামান (৩৫) ও হযরত আলী (৪০) নামে দুজন যাত্রী বাংলাদেশ বিমানের বিজি-০৫০ ফ্লাইটযোগে রিয়াদ থেকে বিকেল সাড়ে ৩ টায় ঢাকায় আসেন। তাদের কাছে থাকা চারটি সোনার বার আব্দুর রাজ্জাককে হস্তান্তর করেন। বিকেল ৫টা ১০ মিনিটে বিমানবন্দর বহুতল কারপার্কিংয়ের নীচতলা থেকে হস্তান্তরের সময় হাতেনাতে আটক করা হয় ‌আব্দুর রাজ্জাককে।

‌‌উদ্ধারকৃত স্বর্ণবার বিমানবন্দর কাস্টমসে জমা রাখা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানায় এপিবিএন সূত্র।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend