ঝিনাইগাতীতে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্ভোধন
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী :
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এডিপি, ওয়াল্ডভিশনের সহযোগীতায় শেরপুরের ঝিনাইগাতীতে ২৪ আগষ্ট রবিবার বিকালে শুভ উদ্ভোধন হ’ল ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা-২০১৪| ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে
উপজেলা কৃষি কর্মকর্তা কোরবান আলীর তত্বাবধানে এই মেলায় “দেশী ফলের অনেক গুণ, নেইকো জুড়ি তর, স্বাদে অর্থে তুলনাহীন, পুষ্টি কিংবা আহার” এই শ্লোগানকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ মেলার শুভ কামনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, এডিপি ওয়াল্ড ভিশনের ম্যানেজার পরিতোষ রেমা। ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলায় ছোট বড় ১০ টি ফলদ বৃক্ষের ষ্টল বসে এবং এ মেলা শেষ হবে আগামী ২৬ আগষ্ট মঙ্গলবার। এবারের ফলদ বৃক্ষ মেলার প্রতিপাদ্য বিষয় ছিল, “অর্থে পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফলের গাছ লাগান” সঞ্চালনার দ্বায়িতে ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা খন্দকার মঞ্জুরুল হক।