শেরপুরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
২৬ আগষ্ট মঙ্গলবার সকালে শেরপুর জেলার বিভিন্ন গোত্রিয় হত দরিদ্র আদিবাসী শিক্ষার্থীদের মাঝে প্রধান মন্ত্রীর তহবিলের বিশেষ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সেই সাথে আদবাসী হতদরিদ্র তিন জনকে ব্যাটারি চালিত ৩ টি অটোরিক্সা বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ সদর আসনের এমপি মো. আতিউর রহমান আতিক। শেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে এ বৃত্তি প্রদান করা হয়।
এর আগে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) এর পক্ষ থেকে মাননীয় হুইপকে সংবর্ধনা দেয়া হয়। এসময় টিডব্লিউএ’র সভাপতি ডেনিশ দুলাল মারাকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতথি’র বক্তব্য রাখেন সদর উপজেলার ইউএনও আইরীন ফারজানা।
এদিন হুইপ আদিবাসী (গারো, কোচ, হাজং, হদি, বর্মন ও ঢালু সম্প্রদায়ের) স্কুল ও কলেজের ২৮৪ জন শিক্ষার্থীর মাঝে মোট ৩ লাখ টাকা বিতরণ করেন।
শিক্ষাবৃত্তি প্রদান শেষে আদিবাসী সম্প্রদায়ের আচিক ভাষায় বাজু চাইল্ড কর্ণারের আয়োজনে আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় গারো ও আচিক ভাষার বিভিন্ন গান ও নাচ পরিবেশন করা হয়।