সড়ক দুর্ঘটনায় কনস্টেবলসহ নিহত ২
সিরাজগঞ্জের সলঙ্গা ও কামারখন্দ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টা ও দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা দু’টি ঘটে।নিহতদের মধ্যে শুধু হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল হাবিবুর রহমানের (৪৮) নাম জানা গেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ইকবাল হোসেন জানান, ভোরে সলঙ্গা থানার হরিণচড়ায় হাটিকুরুল-বনপাড়া মহাসড়ক পার হচ্ছিলেন কনস্টেবল হাবিবুর রহমান। এসময় বনপাড়া থেকে হাটিকুমরুলগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।
এদিকে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম আমিনুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাগবাড়ি এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৬০) মারা যান।