ভারতীয় চ্যানেল সম্প্রচার বন্ধের রিট খারিজ
বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন একলাছ উদ্দিন ভূঁইয়া।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
আইনজীবী একলাছ উদ্দিন জানান, আদালতের নির্দেশ মোতাবেক ভারতীয় চ্যানেল সম্প্রচারে বাংলাদেশ সরকারের অনুমোদনের বিষয়ে আমরা দলিলপত্র দাখিল করেছি। সেখানে বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে ভারতীয় চ্যানেলগুলোর লাইসেন্স রয়েছে।
তিনি বলেন, চ্যানেলের লাইসেন্স থাকলেও ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের ৯ ও ১০ ধারা মোতাবেক অপসংস্কৃতি, হত্যাযজ্ঞ বা অসামাজিক জিনিস দেখানো আইনের পরিপন্থী। তাই চ্যানেলগুলো বন্ধে নির্দেশ দিতে আদালতের নিকট আবেদন জানিয়েছিলাম। এরপর আদালত এ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়ে আদেশ দেয়।