টাঙ্গাইলের ধনবাড়িতে ১৫ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার উত্তর নরিল্লা, নরিল্লা ও খান্দানপুর গ্রামে ১৫ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে। অসুস্থ গরু জবাই করা ও মাংস কিনে খাওয়ায় এ রোগে আক্রান্ত হয়েছে বলে স্থানীরা জানিয়েছেন। ফলে আতঙ্কিত হয়ে পড়েছে উপজেলাবাসী।
জানা যায়, ৭ ও ১৪ আগস্ট উপজেলার উত্তর নরিল্লা গ্রামের আব্দুল বাছেদের দু’টি, খান্দানপুর গ্রামের আ. হামিদের দু’টি ও আ. ছালামের একটি গরু অসুস্থ হলে সেগুলোকে জবাই করে ১৫০ টাকা কেজিতে মাংস বিক্রি করা হয়।
সেই মাংস ওই তিন গ্রামের অসহায় দুঃস্থ মানুষ কিনে ধুয়ে রান্না করে খায়। বিষয়টি প্রথমে এলাকাবাসী বুঝতে না পারলেও পরবর্তীকালে তাদের হাতে-পায়ে ফোসকা মতো বের হয় ও পরে পচন ধরলে সবাই আতঙ্কিত হয়ে পরে। পরে আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিতে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক এটি অ্যানথ্রাক্স বলে নিশ্চিত করেন।