যমুনা নদীর পানি বৃদ্ধি,সারিয়াকান্দির বন্যা পরিস্থিতির অবনতি
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ টি এম বেনজির রহমান সংবাদমাধ্যমকে জানান, বন্যায় উপজেলার ৯টি ইউনিয়নের ৫৯টি গ্রামের দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
পানি উন্নিয়ন বোর্ড সারিয়াকান্দির উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল মোতালেব সংবাদমাধ্যমকে জানান, যমুনা নদীর পানি ৩ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৭৪ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি হুমকির মুখে পড়েছে।