৭০ ক্রিকেটারের দলবদল সম্পন্ন
পুলের বাইরের ক্রিকেটারদের দলবদল সম্পন্ন হয়েছে। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে এ কার্যক্রম। প্রথম দিন ৭০ জন ক্রিকেটার দলবদল করেন। বৃহস্পতিবারও দলবদল প্রক্রিয়া চলবে।
শুরুতেই দলবদলের কাজ সেরে নেয় গোপীবাগের ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। গত আসরে তামিম ইকবাল তাদের পুলভুক্ত ক্রিকেটার ছিলেন।
কিন্তু এবার হাইপ্রোফাইল দল গোছাতে পিছিয়ে পড়ে ক্লাব কর্মকর্তারা। এই দলের হয়ে প্রিমিয়ার লিগের ইতি টানছেন আফতাব আহমেদ। সঙ্গে রয়েছেন নাজিমউদ্দিন।
ব্রাদার্সের পর একে একে পারটেক্স, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ওল্ড ডিওএইচএস, ভিক্টোরিয়া ও মোহামেডান স্পোর্টিং ক্লাব দল গুছিয়ে নেয়।
এক নজরে প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী দল ও খেলোয়াড়:
ব্রাদার্স ইউনিয়ন:
মো. নাজিম উদ্দিন, মো. শাহাজাদা হোসেন, সোহাগ রেজা, মো. ইউনুস, মো. মনিরুজ্জামান, ইয়াসির আলী চৌধুরী, মো. আরমান বাদশা, গোলাম কবির সোহেল, অভিষেক মিত্র, মো. আসিফ হাসান, মো. হাসান রেজা, রোমান আহমেদ, আহমেদ সাদেকুর রহমান, মো. জাবিদ হোসেন, মো. ইমামুল মোস্তাকিন ও আফতাব আহমেদ চৌধুরী।
পারটেক্স:
মো. আবদুর রহমান রনি, রাজীন সালেহ আলম, দেওয়ান সাব্বির, মো. আজিম, আবদুল্লাহ আল মামুন, মো. রাফি ফয়সাল, রেজাউল করিম রাজিব, মো. আরমান হোসেন, মো. রবিউল ইসলাম, মো. মাকসুদুল হাসান রাহাত, এম. এম. নিয়াজুল হাসান তাজ, শফিউল আলম সবুজ, এস. এম. রবিউল ইসলাম।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব:
সৌম্য সরকার, সাদমান ইসলাম, মো. ফুরকান।
ওল্ড ডিওএইচএস:
এম. এম. তৌফিকুল হক, শাকাফ আল জাবির, মো. মশিউর রহমান লিমন, আবু জায়েদ রাহী, মো. আনিসুর রহমান, মো. আল আমিন সিদ্দিক, নিহাদ উজ্জজামান, দিদার হোসেন ইমরান, রায়হান উদ্দিন চৌধুরী আরাফাত, জয়রাজ শেখ ইমন, রিফাত বিন তারেক।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: আরাফাত সানি, শাহরিয়ার নাফিস, মাহমুদুল হাসান বাবু, মেহেদী হাসান রানা, মো. আরাফাত সানী, আবু সায়েম চৌধুরী, অমিত মজুমদার, সজিব দত্ত সাজু।
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব:
শেখ মাহাবুবুল করিম মিঠু, তালহা জুবায়ের, নাদিফ চৌধুরী, ধীমান ঘোষ, মো. হাসানুজ্জামান, মো. নুরুজ্জামান, মো. সালমান হোসেন ইমন, মো. নবীন ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মো. জসিম উদ্দিন ও আবু হায়দার রনি।
মোহামেডান স্পোর্টি ক্লাব: রাহাতুল ফেরদৌস, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, সাজেদুল ইসলাম, তানভির হায়াদার, অমিত কুমার নয়ন, নূর হোসেন মুন্না ও আনোয়ার আকবর চৌধুরী।