শেরপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের মাতৃবিয়োগ : বিভিন্ন মহলের শোক

Nomita_Pic-242x300শেরপুরে প্রবীণ শিক্ষাবিদ দ্বিজেন্দ্র চন্দ্র পালের স্ত্রী নমিতা রানী পাল (৭৩) ইহধাম ত্যাগ করেছেন। ২৯ আগষ্ট সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইহধাম ত্যাগ করেন। তিনি স্বামী, ৬ ছেলে, একমাত্র কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব পংকজ কুমার পাল তার পুত্র।শুক্রবার রাতে স্থানীয় পৌর শেরীশশ্মানে তার মরদেহ দাহ করা হয়।
তার মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফ হোসেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ আতিউর রহমানের আতিক এমপি, প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন এমপি, মহিলা এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, শেরপুর প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend