নালিতাবাড়ীতে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিষধর সাপের দংশনে ৩ সন্তানের জননী জাহানারা বেগম (৫০) নামে এক গৃহবধুর মৃত্যু ঘটেছে। ২৮ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তঘেষা পলাশীকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। জানা যায়, নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া গ্রামের কৃষক তমিজ আলীর স্ত্রী জাহানারা বেগম প্রতিদিনের মত বৃহস্পতিবার সন্ধ্যায় রান্নাঘরে রাতের খাবার তৈরী করতে যায়। ওইসময় রান্না ঘরের কোনায় থাকা একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে গৃহবধু জাহানারা বেগমের ডাক-চিত্কারে বাড়ীর লোকজন তাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে তাত্ক্ষণিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ওই ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে শুনে যান স্থানীয় সাপুড়ে বাদশা মিয়া। সে ওই রান্নাঘরের লাকড়ীর ভেতর থেকে সাপটি ধরে ফেলেন। এ ঘটনার মধ্য দিয়ে বাদশা মিয়া এলাকায় ফের কৌতুহল সৃষ্টি করেছে।