নালিতাবাড়ীতে আর্ন্তজাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

Adibasi-p-300x188শেরপুরের নালিতাবাড়ীর কয়রাকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষে ২৯ আগস্ট শুক্রবার সকালে এক আলোচনা সভা ও এইচএসসি কৃতি শিক্ষর্াীদের সংবধর্না অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইপিডিএসের সহযোগিতায় বাংলাদেশ হাজং সংগঠন শেরপুর জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাতিত্ব করেন হাজং সংগঠনের সভাপতি সুকুমার চন্দ্র হাজং। প্রধান অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুকলেছুর রহমান রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাইভাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা, হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নন্নী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আজাদ, আইপিডিএসের সমন্বয়কারী পিজুস বর্মন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সমন্বয়কারী সুহেল হাজং, এসিডিএফ সভাপতি মনিন্দ্র চন্দ্র বর্মন, গারো ছাত্র সংগঠন নেতা পলাশ কুমার হাজং, শিক্ষক শ্যামল চন্দ্র হাজং, হিরন চন্দ্র বর্মন, জিবন কিশোর হাজং, কল্পনা রানী হাজং প্রমুখ। অনুষ্ঠানে এবারের এইচএসসির ১৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয় ও ঝিনাইগাতীতে সুবল হাজং খুনের আসামীর দৃষ্টান্তমুলক শাস্তিও দাবি জানানো হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend