শ্রীবরদীতে দোকান, বসত বাড়ি ভাংচুর ও লোটপাট
শ্রীবরদীতে শুক্রবার ভোরে দোকান, বসত বাড়ি ভাংচুর ও লোটপাটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কেকের চর ইউনিয়নের মাদারপুর গ্রামে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এলাকাবাসি সূত্রে জানা গেছে, মাদারপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ও তার পরিবারের লোকজনের সাথে একই গ্রামের মৃত কবীর উদ্দিনের ছেলে সূর্য মিয়ার দীর্ঘদিন যাবত শত্রুতা চলে আসছিল। ২৮ আগষ্ট বিকালে ডিবি পুলিশ হাফেজ উদ্দিনের ছেলে হানিফকে জুয়া খেলার অপরাধে আটক করে। এনিয়ে সূর্য মিয়ার সাথে বাবুলের চাচা জয়নাল আবদীনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ২৯ আগষ্ট ভোরে সূর্য মিয়ার নেতৃত্বে লোকজন দেশীয় অস্ত্র রামদা ও লাঠি সোডা সহ বাবুল ও তার পরিবারের লোকজনের দোকান, বসত বাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুর করেছে।শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন তরফদার জানান, ডিবি পুলিশের জুয়ারী গ্রেফতারের ঘটনায় অপ্রীতিকর ঘটনার খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ রিপোর্ট লেখার সময় শ্রীবরদী থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।