২০ দলীয় মানববন্ধন হয়নি, নতুন সময় ২ সেপ্টেম্বর
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মানববন্ধন পুলিশের অনুমতি না পাওয়ায় আজ শনিবার পালিত হয়নি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই কর্মসূচি আগামী ২ সেপ্টেম্বর এ পালন করা হবে এবং মানববন্ধনের সময় ও স্থান পরে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। মির্জা ফখরুল জানান, সারা বিশ্বে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। ২০-দলীয় জোট এ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিল। এ কর্মসূচির জন্য ঢাকা মহানগর কমিশনারকে চিঠি দেওয়া হয়েছিল। প্রথমে প্রেসক্লাবকে কেন্দ্র করে পূর্বে দৈনিক বাংলা মোড় ও পশ্চিমে শিশুপার্ক পর্যন্ত মানববন্ধন করার কথা ওই চিঠিতে উল্লেখ করা হয়।
বিএনপির এই নেতা দাবি করেন, তখন পুলিশ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কর্মসূচির অজুহাত জানালে স্থান পরিবর্তন করে বিএনপির নয়াপল্টনকে কেন্দ্র করে পূর্বে নটর ডেম কলেজ ও পশ্চিমে বিজয়নগর মোড় পর্যন্ত মানববন্ধনের স্থান উল্লেখ করে আবার চিঠি দেওয়া হয়। পুলিশ কিছু না জানালেও হঠাৎ করে গতকাল রাত ১১টার দিকে জানায়, এ দিবস পালনের অনুমতি দেওয়া হয়নি।
মির্জা ফখরুল এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন।