৭৫ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ২
চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার ভুজুইল বাজারে অভিযান চালিয়ে তিনটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ দুই জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা। শনিবার দুপুরে র্যাব-৫ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। আটক ব্যক্তিরা হলেন, নওগাঁ নিয়ামতপুর উপজেলার পইনালপুর গ্রামের আবু শামা (৪০) এবং চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার দীঘিরপাড়া গ্রামের মোহাম্মদ কালাম (৩৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক নয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ভুজুইল বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১৮ কেজি ওজনের তিনটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা। মূর্তিগুলোসহ আবু শামা এবং মোহাম্মদ কালাম নামের দুই জনকে আটক করা হয়।
শনিবার তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।