মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আবদুল আলীম মারা গেছেন
শনিবার (আজ) দুপুর সোয়া ১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীম । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফরমান আলী সংবাদ মাধ্যমকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আজ (শনিবার) দুপুর সোয়া ১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা কারা কর্তৃপক্ষ হাসপাতালে যাচ্ছি। কারা নিয়মানুসারে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল মুসলিম লীগের নেতা হিসাবে একাত্তরে জয়পুরহাটে রাজাকার বাহিনীকে সঙ্গে নিয়ে ব্যাপক নিধনযজ্ঞ চালানোর দায়ে আবদুল আলীমকে ২০১৩ সালের ৯ অক্টোবর আমৃত্যু কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।