ব্যক্তিগত সফরে লন্ডনে প্রধানমন্ত্রী

images_21দু‘দিনের ব্যক্তিগত সফরে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একান্ত ব্যক্তিগত সফর হওয়ায় প্রধানমন্ত্রী কোনো সভা সমাবেশে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট একটি সূত্র।

আগামী ১ অক্টোবর বুধবার দেশের উদ্দেশে লন্ডন ত্যাগের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী বোন শেখ রেহানার সঙ্গেই একান্তে সময় কাটাবেন বলে জানা গেছে।

সোমবার স্থানীয় সময় বিকেল ৬টা ৫০ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের একটি উড়োজাহাজে চড়ে লন্ডন হিথরো বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ব্রিটেনে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মো. আব্দুল হান্নান, ডেপুটি হাইকমিশনার খোন্দকার এম তালহা, প্রধানমন্ত্রীর বোন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ, সহ-সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক ও যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর প্রধানমন্ত্রী সরাসরি চলে আসেন কেন্দ্রীয় লন্ডনের হোটেল হিল্টন অন পার্ক লেইনে। হোটেলে এসে পৌঁছার পর স্লোগানে স্লোগানে মুখর দলের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পুরো যুক্তরাজ্য সফরে প্রধানমন্ত্রী হোটেল হিল্টন অন পার্ক লেন এ অবস্থান করবেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক সফর শেষ করেছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend