আবদুল লতিফ সিদ্দিকী নিজেও হাজি!

লতিফ সিদ্দিকীহজ্ব নিয়ে কটূক্তিকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী নিজেও একজন হাজি। ১৯৯৮ সালে তিনি হজ্ব পালন করেন বলে জানা গেছে। অথচ নিজে হাজি হয়ে তিনি হজ্ব সম্পর্কে বিতর্কিত বক্তব্য প্রদান করে সম্প্রতি তিনি মন্ত্রিত্ব খুইয়েছেন।

নিউইয়র্কে সম্প্রতি তিনি ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ হজ্ব, মহানবী (স.) ও তাবলীগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করেন। এরপর তার বিরুদ্ধে ফুঁসে ওঠে প্রবাসের ও দেশের সাধারণ মানুষ। বিব্রত হয়ে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মী ও সরকারে থাকা মন্ত্রীরাও। মানুষের দাবির মুখে মন্ত্রিসভা থেকে তাকে অপসারণ করা হয়েছে বলে জানান মাহবুব-উল হক হানিফ।

এদিকে আবদুল লতিফ সিদ্দিকী হজ্বের বিরোধীতা করে বক্তব্য দিলেও তিনি হজ্ব করেছেন বলে জানান তার এলাকা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা। তিনি বলেন, আমার পিতা আলহাজ্ব খোরশেদ আলী মোল্লার সঙ্গে মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ১৯৯৮ সালে হজ্ব পালন করেছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend