জামালপুরে এসিডে ঝলসে গেছে গৃহবধূ
জামালপুরে ননদ-দেবরের ছোড়া এসিডে ঝলসে গেছে এক গৃহবধূর শরীর। হাসপাতালে চিকিৎসাধীন জামালপুর সদরের বিনন্দেরপাড়া গ্রামের এসিডদগ্ধ গৃহবধূ শিখা বেগম(৪০) সাংবাদমাধ্যমকে জানান, তার স্বামী মাসুদ ঢাকায় গার্মেন্টে চাকরি করেন। মাসুদের সঙ্গে দীর্ঘদিন যাবত তার বাবা-মা ও ভাইবোনদের জমি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল।
স্বামীর অনুপস্থিতে শিখার দেবর শাকিল আহমেদ বাবু এবং ননদ সাবিনা ইয়াসমীন শীলা জানালা দিয়ে এসিড নিক্ষেপ করলে তার পিঠ ও কোমড়ের একাংশ ঝলসে যায়। প্রতিবেশীরা তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুল বারী বলেন, কেমিক্যাল বার্নে ওই গৃহবধূর শরীরের প্রায় ১০ ভাগ ঝলসে গেছে।
পুলিশ অভিযুক্ত শাকিল আহমেদ বাবু ও সাবিনা ইয়াসমীন শীলাকে গ্রেফতার করেছে।