ব্যবসায়ীদের অজ্ঞান করে গরুর ট্রাক ছিনতাই
শুক্রবার দিবাগত রাতে কুমিল্লার মুরাদনগরে এই ঘটনা ঘটেছে।
অসুস্থরা হলেন- ওই গরুবাহী ট্রাকের চালক রতন গাজী (৪০), হেলপার সুজন (২৫), চান মিয়া (৪০), মুনির (৩০) ও রাজু (৪৫)।
তাদের মধ্যে রতন, সুজন ও চান মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অজ্ঞানপার্টির কবলে পড়ে অসুস্থ হওয়া ব্যবসায়ীদের হাসপাতালে ভর্তি করেন আরিফ নামের এক ব্যক্তি। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা সাতটায় কুমিল্লার মুরাদনগরের নরিয়াবাদ থেকে ব্যবসায়ী মিজানুর রহমান ও হামিদুল তাদের পালিত ১০টি গুরু ট্রাকে তুলে ঢাকার উদ্দেশ্যে পাঠান। গরুগুলো গুলশান ও উত্তরায় নামার কথা ছিল। সঙ্গে ছিলেন ব্যবসায়ীদের প্রতিনিধি মনির ও রাজু। ট্রাকটি মেঘনা ব্রিজ পার হওয়ার পর আরেকটি খালি ট্রাক নিয়ে ১০-১২ জন লোক গরুভর্তি ট্রাকটিকে আটকায়। এরপর গরুর ট্রাকে থাকা সবাইকে মারধর করে চেতনানাশক ওষুধ খেতে বাধ্য করে এবং গরুর ট্রাক নিয়ে পালিয়ে যায় চক্রটি।
এর আগে গত শুক্রবার রাজধানীর রূপনগর ইস্টার্ন হাউজিং গরুর হাটে অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়েন গরু ব্যবসায়ীরা। এ সময় তাদের কাছে থাকা আড়াই লাখ টাকা নিয়ে চম্পট দেয় অজ্ঞান পার্টির দুর্বৃত্তরা। পরে হাট কর্তৃপক্ষ অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।