টার্মিনালে নয়, চাঁদাবাজি হয়েছে পথে পথে: ওবায়দুল কাদের
ঈদে মহাসড়কে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তবে ঢালাওভাবে চাঁদাবাজির যেসব অভিযোগ উঠেছে, সেসব অস্বীকার করেছেন তিনি। বলেছেন, টার্মিনালে চাঁদবাজি হয়নি। তবে পথে পথে চাঁদাবাজি হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় গাবতলী বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সাময়িক ভোগান্তির কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ঈদ ও পূজা এক সঙ্গে হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় সরকার প্রশাসনের মধ্যে সমন্বয়ে সামান্য ত্রুটি দেখা গেছে। তবে মনিটরিং যথাযথ ছিল বলে উল্লেখ করে মন্ত্রী।
মন্ত্রী বলেন, এবার দু’তিনটি ঘটনায় মানুষ সামান্য দুর্ভোগে পড়েছেন। গত ৩ অক্টোবর দুর্ঘটনায় মাদারীপুরে দু’ঘণ্টা যানজট ছিল। ঢাকা-মাওয়ার পথে ২০ মিনিট যানজট ছিল। সমন্বয়ে সামান্য ত্রুটির কারণে ভোগান্তি হলেও তা নিয়ন্ত্রিত ছিল।