২০১৪ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর
২০১৪ সালেকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর বলে জানিয়েছে ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) ক্লাইমেটিক ডাটা সেন্টার। এ বছর গরমের মাত্রা পৃথিবীর ইতিহাসে অন্যান্য যেকোনো বছরের চেয়ে বেশি বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া বিজ্ঞানী জ্যাক ক্রচের মতে, এবারের গরমের মাত্রা অতীতের সব রেকর্ড পেছনে ফেলে দিয়েছে। যেখানে গ্রীষ্মকালে পৃথিবীর তাপমাত্রা থাকে ১.২৮ ডিগ্রি সেখানে বিশ শতকে গড় তাপমাত্রা দাঁড়িয়েছে ৬১.৫ ডিগ্রি।
তাদের মতে, সাগরতলের উষ্ণতাও অন্যান্য যেকোনো সময়ের তুলনায় বেশি। তবে এর মধ্যে সবচেয়ে শীতল ভূমি হলো মধ্য এবং পূর্ব যুক্তরাষ্ট্র। একই মত প্রকাশ করেছে নাসা, গডডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিস এবং জাপানের আবহাওয়া অধিদপ্তর।