মানিকগঞ্জে মঞ্চ নাটক দেখতে এসে দর্শক খুন
মঙ্গলবার ভোর রাতে মানিকগঞ্জের শিবালয়ে মঞ্চ নাটক দেখতে এসে শাহিন উদ্দিন শেখ (৪২) নামের এক দর্শক খুন হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ৫ জন।
শাহিন একই এলাকার নাছির উদ্দিন শেখের ছেলে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওই রাতে গ্রামবাসী মঞ্চ নাটকের আয়োজন করে।
স্থানীয়রা জানান, ঈদুল আজহা উপলক্ষে তেওতা গ্রামবাসীর উদ্যোগে উপজেলার তেওতা ষাটঘর এলাকায় একটি মঞ্চনাটকের আয়োজন করা হয়। নাটক চলাকালীন সময়ে সোমবার দিবাগত রাত ২টার দিকে বেশ কয়েকজন দর্শক মঞ্চের সামনে বসা নিয়ে তর্কবিতর্ক করতে থাকেন।
এক পর্যায়ে তারা মঞ্চ ভাঙচুরের চেষ্টা চালালে মঞ্চের দায়িত্বে থাকা বেশ কয়েকজন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে দর্শক এবং মঞ্চ কমিটির লোকদের সঙ্গে সংর্ঘষের ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলেই নিহত হয় দর্শকের সারিতে বসে থাকা শাহিন। একই ঘটনায় আহত হয় কমপক্ষে আরো ৫ জন দর্শক। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নামপরিচয় পাওয়া যায়নি।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, ভোরে নাটক চলাকালীন সময়ে অতর্কিতভাবে কে বা করা যেন দেশীয় অস্ত্র নিয়ে মঞ্চে হামলা চালায়। এ ঘটনায় নিহত হয় শাহিন। তবে এ ঘটনায় সকাল সাড়ে ৭টা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, নিহতের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।