১৫ অক্টোবর ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী
এশিয়া-ইউরোপ মিটিং (এসেম)সম্মেলনে যোগ দিতে আগামী ১৫ অক্টোবর ইতালির মিলান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালির মিলান শহরে আগামী ১৬ ও ১৭ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন।
২০১২ সালে ৫১তম সদস্য হিসেবে বাংলাদেশ এসেমে যোগ দেয়। ইউরোপীয় ইউনিয়ন ও সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান) সেক্রেটারিয়েটসহ ইউরোপের ২৯ এবং এশিয়ার ২০টি দেশের সাথে এই সংগঠন ভাবের আদান-প্রদান করে থাকে। অনানুষ্ঠানিক প্রক্রিয়ার সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে নৈকট্য গড়ে তোলা হয়।
এসেম সদস্যরা দুটি অঞ্চলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে সমঅংশীদারিত্বের চেতনায় মাধ্যমে সম্পর্ক জোরদারে কাজ করছে। ২০১২ সালে ভিয়েনতিয়ানে (লাও পিডিআর) সরকার ও রাষ্ট্র প্রধানদের অংশগ্রহণে ৯ম এসেম শীর্ষ সম্মেলন চলাকালে বাংলাদেশ, নরওয়ে ও সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে এসেমে যোগ দেয়।
১৯৯৬ সালে ব্যাংককে এসেম গঠিত হওয়ার পর থেকে প্রতি দুই বছরে পর্যায়ক্রমে এশিয়ায় ও ইউরোপে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর অনুষ্ঠিতব্য এ শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হলো ‘টেকসই প্রবৃদ্ধি ও নিরাপত্তার ক্ষেত্রে দায়িত্বশীল অংশীদারিত্ব’।