ইসলামিক স্টেটকে সমর্থন দিলেন তসলিমা নাসরিন!
বাংলাদেশে থেকে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন এবার মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএসকে (ইসলামিক স্টেট) সমর্থন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুকে তসলিমা লিখেছেন, আইএস সব কিছু খারাপ করে না, যখন ওরা বলে মক্কার কাবা ঘর ভেঙ্গে দেবে, এটা ভাল কাজ।
তার ফেসবুকে স্ট্যাটাস হুবহু তুলে ধরা হল..
আইসিসের সব কিছু খারাপ নয়. কিছু জিনিস তো অসাধারণ. যেমন ওরা যখন বলে মক্কার কাবাঘর ভেঙ্গে ফেলবে, কাবার কালো পাথর গুঁড়িয়ে দেবে, মদিনা থেকে মুহাম্মদের কবর হাওয়া করে দেবে, হজ ফজ, পাথরে চুমোচুমি, সাত পাকের পাথরপুজো, মাজার পুজো সব বন্ধ করবে — তখন আমি আইসিস কে পছন্দ না করে পারি না. মানুষ মারা বন্ধ করে আইসিসের বরং তড়িঘড়ি ও কাজটিই করা উচিত. বিশ্বের লক্ষ লক্ষ লোক পাপ মোচনের আশায় সৌদি আরবে গিয়ে যে বছর বছর লক্ষ লক্ষ টাকা বেহুদা ঢেলে আসে, ওটা বন্ধ হলে মানবজাতির কিছুটা অন্তত উপকার হবে।