হারা ম্যাচে আফ্রিদির রেকর্ড
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। দল হারলেও দুর্দান্ত পারফর্ম করেছেন শহীদ আফ্রিদি। স্পর্শ করেছেন গ্লেন ম্যাকগ্রার ওয়ানডের সর্বোচ্চ উইকেট শিকারের ষষ্ঠ স্থান।
৪৫তম ওভারে স্টিভেন স্মিথকে (১০১) ক্যাচ আউট করেই রেকর্ড বুকে নিজের নাম যুক্ত করেছেন পাকিস্তান টোয়েন্টি২০ দলের অধিনায়ক আফ্রিদি। এর আগে নিয়েছেন আরও দুই উইকেট। তার বলে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার ও জেমস ফকনার।
৩৮২ ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন আফ্রিদি। নিয়েছেন ৩৮১টি উইকেট। সঙ্গে স্পর্শ করেছেন ম্যাকগ্রার রেকর্ড। ২৫০ ম্যাচ খেলে ৩৮১টি উইকেট পেয়েছিলেন এই অস্ট্রেলিয়ান।
ওয়ানডের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সবার আগে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক লেগস্পিনার মুত্তিয়া মুরালিধরন। ৩৫০ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৫৩৪ উইকেট। তারপরই রয়েছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম (৩৫৬ ম্যাচে ৫০২ উইকেট) এবং ওয়াকার ইউনিস (২৬২ ম্যাচে ৪১৬ উইকেট)।