শেরপুরের নাকুগাঁও স্থল বন্দর দিয়ে ৬ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ
৯ অক্টোবর দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থল বন্দর দিয়ে ৬ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ। এসব বাংলাদেশী ভারতের তুরা জেলা কারাগার থেকে বিভিন্ন মেয়াদে সাজা খাটার পর ছাড়া পায়।
হস্তান্তরকৃত বাংলাদেশীরা হলেন, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রানী শিমূলের ভুট্টু মিয়া, নালিতাবাড়ীর বুরুঙ্গার আব্বাস আলী, ঝিনাইগাতীর রাংটিয়া ও নাচন মুহুরীর মোস্তফা রেজা ও আলমাস ফারুক।
অন্য দুজন হলেন সিরাজগঞ্জ জেলার মালতী নগর, সলঙ্গার আবুল হাশেম ও কিশোরগঞ্জ জেলার ভাতশালার অষ্টগ্রামের শোকর আলী।
১১১৬ মেইন পিলারের কাছে এই হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন ভারতের কিল্লাপাড়া বিএসএফ এর ক্যাম্প কমান্ডার বিআর চৌধুরী এবং বিজিবির পক্ষে হাতিপাগাড় ক্যাম্প কমান্ডার সুবেদার আলমগীর হোসেন।
পরে বিজিবি হস্তান্তরকৃত ৬ বাংলাদেশীকে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে প্রদান করে।