ঈদ ও পুজার ছুটি শেষ হলেও স্বাভাবিক হয়নি শেরপুরের জীবনযাত্রা ॥ কর্মস্থলে ফেরা মানুষ বিড়ম্বনায়
পুজা ও ঈদের ছুটি শেষ হলেও এখনো স্বাভাবিক হয়নি শেরপুরের জীবনযাত্রা। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের পর জীবনযাত্রা পুরো স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে।এদিকে জীবিকার স্থলে ফেরার তাগিদে শেরপুর থেকে ঢাকাগামী যানবাহণে চলছে প্রচন্ড ভীড়। শুক্র ও শনিবারের অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে প্রতিটি বাস কাউন্টারে। নাইট কোচগুলির টিকিটও অগ্রিম বুক হয়ে গেছে আগেই। ফলে যারা অগ্রিম টিকিট করেননি তাদের পড়তে হচ্ছে প্রচন্ড ভোগান্তিতে।
ড্রীমল্যান্ড সার্ভিসের বাসগুলিতেও প্রচন্ড ভীড়। জীবনের ঝুকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। এদিকে যাত্রীদের কাছ থেকে সুযোগ বুঝে দ্বিগুন কোন ক্ষেত্রে তিনগুন ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
এছাড়া যারা নিজ গাড়ীতে নাড়ীর টানে শেরপুর এসেছেন তাদের ফিরতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। শেরপুরে সিএনজি স্টেশন একটি হওয়ার কারণে প্রচন্ড চাপ পড়ছে স্টেশনটির উপর। লম্বা লাইনে দীর্ঘ সময় গাড়ি নিয়ে দাঁড়িয়ে গ্যাস ভরতে হচ্ছে।
সব মিলিয়ে ফেরার প্রক্রিয়া প্রচন্ড অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে সবার জন্যেই।