সিপিএ চেয়ারপার্সন পদে নির্বাচিত হলেন স্পিকার ড. শিরীন শারমিন
প্রথম বাঙালি হিসাবে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসেদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে ক্যামেরুনের রাজধানী ইয়াউনদে’তে এ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়।
সন্ধ্যা ৭টার দিকে এর ফলাফল পাওয়া যায় বলে সংসদ সচিবালয় জানিয়েছেন।
ড. শিরীন শারমিন চৌধুরী ৩ বছর মেয়াদি এই পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী ক্যারিবীয় অঞ্চলের কেইম্যান আইল্যান্ডসের স্পিকার জুলিয়ানা ও’কনর-কে পরাজিত করেন। শিরীন শারমিন ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৬৭ ভোট।
৩৫ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে চেয়ারপার্সন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন স্পিকার। নির্বাচনে বাংলাদেশের ৪টি এবং ভারতের ৩২টি ভোট রয়েছে।