ভাষাসৈনিক মতিনের দেহ ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর

‍ab-matinভাষা সৈনিক আবদুল মতিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় মরহুমের স্ত্রী গুলবদন নেছা তার স্বামীর মরদেহ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। ঢাকা মেডিকেল কলেজের উপ-উপাধ্যক্ষ ডা. মো. শফিকুল আলম চৌধুরী মরদেহ গ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজের এনাটমির শিক্ষার্থীদের গবেষণার জন্য মরণোত্তর দেহ দান করেন আবদুল মতিন।

এরপর দুপুর সোয়া দুইটায় ঢামেক অ্যানাটমি বিভাগে ভাষা সৈনিকের মরদেহ নিয়ে যাওয়া হয়।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত এই ভাষাসেনানীর কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। ফুল হাতে বিনম্র শ্রদ্ধায় তারা বিদায় জানান জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে।

দুপুর সোয়া দুইটায় আবদুল মতিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শামীম আরা তার মরদেহ গ্রহণ করেন। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend