নালিতাবাড়ী সীমান্তে বিজিবির হাতে ১০ বোতল ভারতীয় মদসহ যুবক আটক : ৬ মাসের জেল
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শেরপুরের গারো পাহাড় সীমান্তে মাদক বিরোধী অভিযান শুরু করেছে। ওই অভিযানের অংশ হিসেবে বিজিবির বারোমারী কোম্পানী কমান্ডার সুবেদার ফুরকান আলীর নেতৃত্বে একটি দল ৮ অক্টোবর বুধবার রাতে নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় সীমান্ত এলাকার খলচান্দা থেকে ১০ বোতল ভারতীয় মদসহ আন্ধারুপাড়ার জয়নাল আবেদীনের ছেলে মাদক ব্যবসায়ী শাহ্ আলম (২১) আটক করে।
পরে নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) শিরিন শারমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত শাহ আলমকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। বৃহস্পতিবার নালিতাবাড়ী থানা পুলিশ দন্ডিত শাহ আলমকে জেলা কারাগারে পাঠিয়ে দেয়। বিজিবির ময়মনসিংহ কমান্ডের অধিনায়ক লেঃ কর্ণেল মো: নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।