সাহিত্যে নোবেল পেলেন পাত্রিক মোদিয়ানো

096f06c34272450aaef6026f5cdf3ab0-Patrick-Modiano-has-won-t-009সাহিত্যে বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন ৬৯ বছর বয়সী ফরাসি সাহিত্যিক পাত্রিক মোদিয়ানো। আজ বৃহস্পতিবার এ শাখায় তাঁকে বিজয়ী ঘোষণা করে সুইডিশ একাডেমি।
বিবিসির অনলাইন ও রয়টার্সের খবরে জানানো হয়, পুরস্কারস্বরূপ সুইডিশ একাডেমি মাদিয়োনোকে ১১ লাখ মার্কিন ডলার (৮ কোটি ৫২ লাখ ৩৯ হাজার বাংলাদেশি টাকা) দেবে।

পাত্রিক মোদিয়ানো এ পর্যন্ত ৩০টি উপন্যাস লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য আ ট্রেস অব ম্যালিস, হানিমুন, মিসিং পারসন, লাকম্ব, লুসিয়েন ইত্যাদি। তাঁর লেখা উপন্যাস নিয়ে বেশ কিছু চলচ্চিত্রও তৈরি হয়েছে।

গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান কানাডার সাহিত্যিক এলিস মুনরো।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend