গণতন্ত্র পুনঃউদ্ধার আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে: গাজী মাজহারুল

gajiবিএনপির কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার বলেছেন, দেশে এখন গণতন্ত্রের লেবাসে স্বৈরতান্ত্রিক অপশাসন চলছে। তিনি বলেন, হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের সংস্কৃতি কর্মী, সমাজকর্মী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবি, শ্রমজীবিসহ সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।

শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্রগ্রাম মহানগরীর আওতাধীন বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে টেলি কনফারেন্সে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এ সময় জাসাসের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী আশরাফ উদ্দিন উজ্জল বক্তব্য রাখেন।
সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ করতে জাতীয়তাবাদী দেশপ্রেমিক সকল শক্তিকে একই প্ল্যাট ফরমে সমবেত করে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।

মহানগর জাসাসের সহসভাপতি আলী আজমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত হেলাল খান, জাসাসের কেন্দ্রীয় সহসভাপতি কন্ঠশিল্পী আবদুল মান্নান রানা, প্রচার সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ বক্তব্য রাখেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend