গবেষণায় নতুনভাবে ব্যাখ্যা করা হলো যৌন অঙ্গগুলোর কার্যক্রম

image_137649.arনারীদেহের যৌন অঙ্গগুলোর কার্যক্রমের সঠিক ব্যাখ্যার অভাব রয়েছে বলে উঠে এসেছে এক গবেষণায়। গবেষকরা জানাচ্ছেন, ভ্যাজাইনাল যৌনতার মাধ্যমে নারীর যৌন সন্তুষ্টি বাস্তবে অসম্ভব বিষয়। এ ছাড়াও ক্লাইটোরাল যৌন সন্তুষ্টি কিংবা জি-স্পট-এর মাধ্যমেও সম্পূর্ণ যৌন সন্তুষ্টি অসম্ভব। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইনডিপেনডেন্ট।
নারীর যৌনসুখের বিষয়টি যে শব্দের মাধ্যমে তুলে ধরা যায় তা হলো ‘ফিমেল অর্গাজম।’ গবেষণা রিপোর্টটিতে আরও দাবি করা হয়েছে, নারীর যৌনতার অঙ্গগুলোর কার্যক্রমের প্রচলিত ব্যাখ্যা সঠিক নয়।
‘ইন্টারনাল ক্লাইটোরিস’ বলে কোনো অঙ্গ নেই বলেও উঠে এসেছে এ গবেষণায়। এর কারণ হিসেবে গবেষকরা জানিয়েছেন, সম্পূর্ণ ক্লাইটোরিসই ‘এক্সটার্নাল’।
গবেষণায় আরও উঠে এসেছে, অধিকাংশ নারীই যৌনাঙ্গের মাধ্যমে স্বাভাবিক যৌনতার ক্ষেত্রে সম্পূর্ণ যৌনসুখ (রাগমোচন) পান না। তবে ভ্যাজাইনাল যৌনতার ক্ষেত্রে কিছু নারীর রাগমোচন হয়, যাতে ভূমিকা রাখে আশপাশের অঙ্গ এবং ক্লাইটোরিস।
শুধু ক্লাইটোরিসের মাধ্যমে রাগমোচন অসম্ভব হলেও রাগমোচনে এ অঙ্গটির ভূমিকা রয়েছে।
অতীতে ধারণা করা হতো জি-স্পট, ভ্যাজাইনাল বা ক্লাইটোরাল অর্গাজম- প্রত্যেকটিই ভিন্ন ধরনের যৌন সন্তুষ্টি আনে।
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ‘ক্লিনিক্যাল অ্যানাটমি’ জার্নালে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend