মালালা ইউসুফজাই এবং কৈলাস সত্যার্থীকে শেখ হাসিনার অভিনন্দন
মালালা ইউসুফজাই এবং কৈলাশ সত্যার্থীকে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেসউইং শনিবার সংবাদমাধ্যমকে এ কথা জানান।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী, অকুতোভয় মালালা জীবন বাজি রেখে পাকিস্তানের তালেবান প্রভাবিত সোয়াত উপত্যকায় নারী শিক্ষার আলো জ্বালিয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, ভারতের মধ্যপ্রদেশে জন্মগ্রহণকারী কৈলাস সত্যার্থী দরিদ্র পরিবারের অসহায় শিশুদের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে নিরবে সংগ্রাম করে যাচ্ছেন।
শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, এ অর্জন তাদের দুজনকেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আরও সাহসী ও নিবেদিত করবে। পাশাপাশি এই উপমহাদেশের মানুষকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা মোকাবেলার মাধ্যমে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় আরও সাহসী করে তুলবে।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই এবং কৈলাস সত্যার্থীর দীর্ঘজীবন, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।