বানৌজা ওসমান ও বানৌজা মধুমতিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদানে চট্টগ্রামে প্রধানমন্ত্রী
নেভাল বার্থে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ওসমানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী চট্টগ্রাম পৌঁছেছেন।
শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বন্দরের এনসিটি জেটিসংলগ্ন নেভাল বার্থে পৌঁছায়।
প্রসঙ্গত, ২০১০ সালের এপ্রিলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফল-এর আওতায় ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সে অংশ নিতে বানৌজা ওসমান ও বানৌজা মধুমতি লেবাননে যায়। এই চার বছরে পর্যায়ক্রমে বাংলাদেশ নৌবাহিনীর ১ হাজার ২৮০ সদস্য সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে দেশের জন্য সুনাম বয়ে আনেন। মিশনে জাহাজ দুটি ৪ হাজার ৫৫৯টি জাহাজ অনুসন্ধান ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে রেকর্ড গড়ে।
জাহাজ দু’টি চার বছরে আয় করেছে ৭ কোটি ৪৫ লক্ষ ৫২ হাজার ৯২৬ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৫৮১ কোটি ৫০ লক্ষ টাকা। ১১ আগস্ট জাহাজ দুটি নেভাল বার্থে ফিরে আসে।