৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ৬ মাসের অন্তঃস্বত্তা ॥ ধর্ষক গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কবুতরখালী গ্রামে অসীম শীল নামের এক বখাটে যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করায় ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রী (১৩) অন্তঃস্বত্তা হয়ে পড়ে। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে অসীমসহ ছয় জনকে আসামি করে থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক অসীম শীল(১৮)কে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল সন্ধ্যায় স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে চলে যায়।
পরবর্তীতে মেয়েটি ৬ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়লে বিষয়টি তার মাকে জানায়। ধর্ষকের পরিবারের লোকজনের কাছে বিষয়টি জানালে তারা মেয়েটির বাবাকে হুমকি দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিম জানান, মেয়েটিকে মেডিক্যাল চেক-আপের জন্য আজ শনিবার পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে এবং ধর্ষক অসীমকে আদালতে সোপর্দ করা হয়েছে।