কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেছে এমপি বদির সর্মথকরা
কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদিকে কারাগারে পাঠানোর প্রতিবাদে উখিয়া ও টেকনাফ উপজেলায় সড়ক অবরোধ করেছে এমপি বদির সর্মথকরা। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রোববার সকালে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হয়।
রোববার দুপুর ১২টা থেকে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেন তার কর্মী ও সমর্থকরা। অবরোধের কারণে কক্সবাজার-টেকনাফ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া বদির অনুসারীরা তার নির্বাচনী এলাকায় দোকানপাট জোর করে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানিয়েছেন, টেকনাফে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।