ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবে পিরোজপুরে নদীতে পানি বৃদ্ধি অব্যাহত
শুক্রবার দুপুর থেকে পিরোজপুর জেলার নদীর পানি বৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবে ও অতি জোয়ারের কারণে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
জেলা পানি উন্নয়র বোর্ড জানিয়েছে, গত কয়েকদিনে জেলার কচা, বলেশ্বর ও সন্ধ্যা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
রোববার সকাল থেকে থেমে থেমে গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। রাস্তায় জনসাধারণের চলাচলও কম লক্ষ্য করা গেছে।
এদিকে, জেলার নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পেলেও তা আশংকাজনক নয় এবং ফসলের ক্ষেতগুলো এখনো অতটা ঝুঁকিপূর্ণ নয় বলে বাংলানিউজকে জানান, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. নাজমুল করিম।
অন্যদিকে, শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো যথাসময়ে পিরোজপুর এসে পৌঁছেছে। তবে রোববার থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ কম লক্ষ্য করা গেছে।