ফখরুল-মওদুদসহ ৬৭ জনের চার্জ শুনানি ৫ নভেম্বর
রাজধানীর পল্টন থানা ও শাহবাগ থানায় দায়ের হওয়া গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দু’টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ ৬৭ নেতাকর্মীর অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়ে আগামী ৫ নভেম্বর পুনর্নির্ধারণ করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া রোববার সকালে এ আদেশ দেন।
আজ রোববার মামলা দু’টির চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। মামলার অন্যতম আসামি ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব কারাগারে আটক আছেন। তাকে রোববার কারা কর্তৃপক্ষ আদালতে হাজির না করায় চার্জ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন জানান আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ।
ঢাকার সিএমএম আদালতের বিচারক দু’টি মামলারই সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৫ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছেন।
উল্লেখ্য, গত বছরের ৩ মার্চ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন ও শাহবাগ থানায় দ্রুত বিচার আইনে এ মামলা দু’টি দায়ের করা হয়।